রোজগেরে মেয়ে আর চাঁদ ফুল ইত্যাদি ন্যাকামো Leave a Comment / ১৫ এপ্রিল, ২০২১, কবিতা, প্রথম বর্ষ, সংখ্যা ০২ / By নন্দিনী সঞ্চারী নন্দিনী সঞ্চারী ১খোলাচুলে পুকুরের ঘাট দেখেছ?ভরা চাঁদ সন্ধ্যেয়?জল তিরতির করে বিষণ্ণ হাওয়ায়রোজগেরে মেয়ে নিশিপাওয়া হাওয়া মাখেএকা বেলফুল গন্ধে।২ভিড়, ভার লেগেছিল বুকেটিংপিং মেসেজের ঘায়েকাজ সেরে ক্ষত বিষিয়েছে নাকি!সেই একলাটি হতে দেখেকাল জল ছুঁয়েছিল পায়ে।৩বাকি সব মোটামুটি এক, শুধুকিছু লিপস্টিক গাঢ় হয়ে বসেঅফিস ফাইলে লেগে যায় হলুদের দাগআর টিফিনটাইমে চোখে জল ভরে আসে।রাতভর চুলে জুঁইফুল মেখেপরীস্বপ্ন গাঢ় হয়েছিলজল মেখে ঘুম ঘুম চোখ ভাঙে। বাকি সব মোটামুটি একই থাকেশুধু জলদিতে গিলে ফেলাসেই এক খচখচে কাঁটাগলাভাতে তবু কি নামে? ছবি- কৌশিক সরখেল শেয়ার করুন