লেখা জমা দেবার নিয়ম
১. প্রাথমিকভাবে আমরা বাংলা লেখা চাইছি। ক্ষেত্র বিশেষে ইংরেজি লেখাও দিতে পারেন, তবে সে ব্যাপারে সম্পাদকমণ্ডলী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
২. কোন লেখার অনুবাদ করতে চাইলে অথবা কপিরাইটযুক্ত কাজ ব্যবহার করতে চাইলে মূল লেখকের অনুমতি নিয়ে নিতে হবে। “বামা পত্রিকা” অনুমতি জোগাড় করবার দায়িত্ব নেবে না।
৩. পত্রিকার বিভিন্ন বিভাগের সঙ্গে সামঞ্জস্য রেখে যে কোন বিষয়ে নারীবাদী লেখা দিতে পারেন। সিনেমা, নাটক, বই, গানের অ্যালবাম ইত্যাদির রিভিউ দিতে পারেন। সদ্য ঘুরে আসা ভ্রমণ কাহিনী, ছোটোদের জন্য গল্প, কবিতা ইত্যাদিও আমরা চাইছি।
৪. মৌলিক গল্প, গদ্য, কবিতা, শিল্পকর্মের ক্ষেত্রে যদি কোন অনুপ্রেরণা কাজ করে থাকে তাহলে সেটা উল্লেখ করা কাম্য।
৫. গদ্য এবং প্রবন্ধের শব্দসংখ্যা ১০০০-১২০০, গল্পের ক্ষেত্রে ৫০০০ শব্দের মধ্যে এবং গ্রাফিক ন্যারেটিভ ১০-১২ পাতা। ভিডিওর জন্য কোন সময়সীমা নেই।
৬. লেখা আলাদা ফাইলে পাঠাবেন। দয়া করে ইমেলে পেস্ট করবেন না।
৬. যদি ফুটনোটের প্রয়োজন হয় তাহলে সেটা লেখার শেষে এন্ডনোটে দেবেন।
৭. প্রবন্ধের ক্ষেত্রে, উল্লেখপঞ্জি দিতে চাইলে সেটা বর্ণানুক্রমিক করতে হবে। সাইটেশন দিতে চাইলে সেটা এন্ডনোটে দিতে হবে।
৮. ভিডিও জমা দিতে চাইলে সেগুলো ড্রাইভে শেয়ার করবেন। যে কোন ভাষার ভিডিওতে সাবটাইটেল কাম্য।
৯. লেখা পাঠাবার ১৫ দিনের মধ্যে নির্বাচন কমিটির সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
লেখা পুনঃপ্রকাশ ও কপিরাইট
বামা পত্রিকায় প্রকাশিত লেখার কপিরাইট লেখকের। লেখা পুনঃপ্রকাশের সময়ে অনুগ্রহ করে বামা পত্রিকার নাম সংখ্যাসহ উল্লেখ করুন।