

বেগম রোকেয়া সাখাওয়াতের ছোট গল্প ‘সুলতানার স্বপ্ন’-তে যে নারীবাদী কল্পরাজ্যের কথা বলা আছে তার কাল্পনিক চিত্রায়ন। ছবিটি দুর্গাবাই ব্যোমের থেকে অনুপ্রাণিত। ৬নং তিহার জেল থেকে দেবাঙ্গনা কালিতার আঁকা। দেবাঙ্গনা, নাতাশা, গুলফিশারা আজ এক বছর ধরে কারাবন্দী নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইনের বিরোধিতা করায়, যে আইন আরও স্পষ্ট করে জানান দেয় যে মেয়েদের কোনো দেশ নাই। নারীবাদী আন্দোলন চিরকালই কাঁটাতারের বেড়াজাল পেরিয়ে বন্ধুত্বের রাজনীতি, সংহতির রাজনীতির কথা বলেছে। বলেছে এমন কল্পরাজ্যের কথা যে রাজ্য মানচিত্র দিয়ে তৈরি নয়। সেই রোকেয়াদের কল্পরাজ্যের স্বপ্ন কখনই কোনো কারাগার আবদ্ধ করতে পারেনি। পারবে না। আজ যখন হিন্দুরাষ্ট্রের স্বপ্ন দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, তখন তার প্রতিরোধে থাক সুলতানার নারীবাদী কল্পরাজ্যের স্বপ্ন। দেবাঙ্গনা, গুলফিশা, নাতাশা, সুধা ভরদ্বাজ, সোমা সেন, কল্পনা মাইতি, ঠাকুরমণি মুর্মুদের অন্য সমাজ গড়ার সংগ্রাম। তাদের ইনকিলাবের দাবি। নারীমুক্তির দাবি।