শ্রেণি সংগ্রাম ও পিতৃতন্ত্র: মাওবাদী আন্দোলনে মেয়েরা
ভীমা কোরেগাঁও মামলার অন্যতম অভিযুক্ত সোমা সেনের বর্তমান ঠিকানা মহারাষ্ট্রের বাইকুলা জেল। ২০১৮ সালের ৬ জুন, বিভিন্ন শহরে হানা দিয়ে একাধিক সুপরিচিত রাজনৈতিক ও মানবাধিকার কর্মীকে গ্রেফতার করে পুনে পুলিস। ইউএপিএ-সহ একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে জেলে যান সোমা সেনসহ মোট পাঁচজন মানবাধিকার কর্মী। পরবর্তীতে এই একই মামলায় জেলে গেছেন দেশের মোট ১৫ জন প্রথম সারির রাজনৈতিক কর্মী। শ্রমিক ধর্মঘট থেকে নারী আন্দোলন, সারা জীবনই ব্যবস্থাবদলের পক্ষে লড়াইয়ে থেকেছেন সোমা সেন, দাঁড়িয়েছেন নিপীড়িত মানুষের সংগ্রামের পাশে। ভারতের মাওবাদী আন্দোলন ও আন্দোলনে মেয়েদের ভূমিকা তাঁর অন্যতম আগ্রহের জায়গা। কাজ করেছেন একাধিক মানবাধিকার ও নারী সংগঠনের সঙ্গে। ২০১৭ সালে নকশালবাড়ির ৫০ বছরে ইপিডব্লিউ পত্রিকায় এই নিবন্ধটি তিনি লেখেন।