সুন্দরবন ও নারী জন্ম
ফিরে যাই সুন্দরবনে৷ সুন্দরবনের আনাচে কানাচে অত্যন্ত সচেতনভাবে কান পাতলে একটা মৃদু গুঞ্জন শোনা যায় অন্দরমহল থেকে৷ একটা চাপা কলরব ওঠে দুপুর রোদের চাষের ক্ষেতের থেকে৷ সূর্য ওঠার আগে গুনগুন করে নারী কন্ঠরা৷ভোরের গাড়ি ধরে শহরে কাঁকড়া বেচতে যাওয়ার হুড়োহুড়ির শব্দের থেকে আলাদা সে গুনগুন৷ এই সমস্ত চাপা কলরব, কন্ঠস্বর বজ্রনিনাদ হয়ে ফেটে পড়ে সংগঠিত হওয়ার ডাক দিলে৷ ভিটে ছেড়ে উৎখাত হয়ে যাওয়ার যন্ত্রণা, পাথরের মতো রূক্ষ এবং পাখির মতো হালকা পরিযায়ী জীবন, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও সুন্দরবনের মতো জল জঙ্গলের জায়গায় এক ফোঁটা পানীয় জলের জন্য হাহাকার, প্রসবের যন্ত্রণা নিয়ে শতভঙ্গুর রাস্তায় ১০০ কিলোমিটার পাড়ি দেওয়ার জেদ ছাপিয়ে ওঠে ময়দান, সভাগৃহে৷ সুন্দরবনের অবস্থা বদলানোর কথা উঠলে সবার আগে যে মানুষের স্রোত দেখা যায় তারা সুন্দরবনের মেয়েরা৷