১৯৯৬ সালের ১১ই জুলাই বিহারের ভোজপুরের বাথানীটোলা গ্রামে ২১ জন দলিত এবং মুসলিম ভাগচাষীকে হত্যা করে উগ্রপন্থী উচ্চবর্ণ হিন্দুত্ববাদী দল রণবীর সেনা। মৃতদের মধ্যে ৬ জন বাচ্চা এবং ৩ জন দুগ্ধপোষ্য শিশুও ছিল, যাদেরকে খুঁজে বের করে হত্যা করা হয়। রণবীর সেনার উচ্চবর্ণ ভূমিহার এবং রাজপুত জাতের প্রায় ৬০ জন সদস্য রাতের অন্ধকারে বাথানীটোলা গ্রামে ঢোকে এবং ১২টি ঘরে আগুন ধরিয়ে দেয়। এই অঞ্চলে সিপিআইএমএল (লিবারেশন), সিপিআই (মাওবাদী) সহ বামপন্থী দলগুলি খেতমজুর, ভাগচাষী এবং কৃষিক্ষেত্রের শ্রমিকদের ভূমিহারদের বিরুদ্ধে সংগঠিত করতে শুরু করলে রণবীরসেনা গ্রামের গরীব, নিম্নবর্ণ, না খেতে পাওয়া মানুষদের ঘরবাড়ি জ্বালিয়ে, তাদের নির্বিচারে হত্যা করে জানান দেয় উচ্চবর্ণ, উচ্চবিত্তের ক্ষমতা। জানান দেয়, প্রাণে বেঁচে থাকতে হলে উঁচু জাতির বিরুদ্ধে, জমিদার-জোতদারদের বিরুদ্ধে শব্দ করা যাবে না। বাথানীটোলা হয়ে দাঁড়ায় এক প্রতীক – যেখানেই আওয়াজ উঠবে উচ্চবর্ণ আর জমিদারী শোষণের বিরুদ্ধে, সেখানেই বাথানীটোলা করা হবে।