নন্দনকানন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স
শাশ্বত গাঙ্গুলী (১) একটা বাজে স্বপ্ন দেখে ককিয়ে উঠে মালতীর ঘুমটা ভেঙে গেল। একটা বিশাল পাহাড়ের চুড়ো থেকে সে সোজা নীচে লাফ দিয়েছে। পড়ে যায়নি কেউ ঠেলে দেয়নি পা হড়কায়নি পিছলায়নি মচকে যায়নি – স্রেফ সোজা লাফ দিয়েছে। এক মুহূর্ত পালকের মতো ভাসতে ভাসতে পা কেঁপে উঠেছে, অভ্যাসে নড়ে শক্ত জমি খুঁজেছে। আর পায়নি যখন …