আর্ত্যুর র্যাঁবোর কবিতা
অতীন্দ্রিয় চক্রবর্তী ইংরেজি ও মূল ফরাসি অনুসরণ – https://www.poetrynook.com/poem/ophelia-0 খণ্ড ১ সেই শান্ত কৃষ্ণ জলরাশি যেখানে তারারাজি ঘুমায় শ্বেত ওফেলিয়া ভাসমান যেন এক সুমহান লিলি; ধীরে ভাসে সে, লম্বা তার অবগুণ্ঠনে শায়িতা.. – দূর বনে শুনো কোন সফল-শিকার-বিউগল। হাজার বছরের বেশি হলো দুখি ওফেলিয়া চলে গিয়েছে, সফেদ এক মায়ামূর্তি, লম্বা ঐ কৃষ্ণ নদী বয়ে। হাজার …