১৯৭৬ থেকে কালানুক্রমিক সময়রেখা ধরে ৪৪৮টি ক্যুয়ের সাহিত্যের তালিকা (যা শুধু ভারত থেকে প্রকাশিত নয়) এখানে আছে এবং অবশ্যই এটি কোন সামগ্রিক তালিকা নয়। সমস্তরকম সম্ভাব্য সাহিত্যের জ্যঁরের লেখা এখানে রাখার চেষ্টা করা হয়েছে। কিছু কাজ এই তালিকায় আছে যা হয়ত ক্যুয়ার-কেন্দ্রিক নয় (হয়ত ক্যুয়ার পজিটিভও নয়) কিন্তু ক্যুয়ের পরিবেষ্টক তো বটেই। আবার এর মধ্যে বেশকিছু সাহিত্য ভারতীয় ডায়াসপোরা থেকেও আছে। কমলা দাসের আমার গল্প (My Story) বাদে সব লেখার সংক্ষিপ্ত বিবরণী দেওয়া রইল যা প্রকাশক অথবা লেখকের কাছ থেকে পাওয়া যাচ্ছে। এই সাহিত্যকর্মগুলি যাতে প্রকাশের সময় মাথায় রেখে পরপর সাজিয়ে দেওয়া যায় সেই চেষ্টা করা হয়েছে।
এই তালিকা তৈরির শুরুর দিকে দুটি নির্দিষ্ট রিসোর্স খুব সাহায্য করেছে: ১) ক্যুয়ের ইংক (Queer Ink)-এর আগের ওয়েবসাইটে তৈরি করা ক্যুয়ের টেক্সট এবং ঘটনার সময়রেখা (দুর্ভাগ্যবশত সেই সাইটটি এখন আর পাওয়া যাবে না) এবং ২) সুখবির সিংহ-এর সম্পাদিত এবং ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি থেকে প্রকাশিত গে সাবকালচারস অ্যান্ড লিটারেচারস (Gay Subcultures and Literatures) বইটিতে প্রফেসার নিলাদ্রি চ্যাটার্জি প্রদত্ত “আ ক্যুয়ের বিবলিওগ্রাফি” (“A Queer Bibliography”) থেকে প্রাপ্ত প্রাসঙ্গিক টেক্সটের তালিকা। মনিষের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ‘iqueerlit’ থেকেও অনেক সাহায্য পাওয়া গেছে।
ঋণস্বীকার – https://queerlitindia.wordpress.com

















































