কবিতাটি ২০১৭ সালে ওয়্যান্ডে ম্যাগাজিনে প্রকাশিত কাশ্মীরি কবি ইনশাহ মালিকের লেখা Four Poems on Love, War and Exile শীর্ষক কবিতা সংকলনের চতুর্থ কবিতা, কবিতার নাম On Becoming a Poet এর ।ইনশাহ্ -র জন্ম রক্তস্নাত কাশ্মীর উপত্যকায়। তাঁর শৈশব, কৈশোরের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে থেকেছে ভারত রাষ্ট্রের দখলদারির নৃশংসতার স্মৃতি। খুন, গণহত্যা, ধর্ষণ, উধাও হয়ে যাওয়া যে কাশ্মীরের নিত্যকার সঙ্গী, সেই কাশ্মীর উপত্যকায় বড় হওয়া ইনশাহ্, কাশ্মীরিদের ‘ভিক্টিমহুড’-কে প্রত্যাখ্যান করেন। তাঁর লেখায় উঠে আসে প্রতিস্পর্ধী কাশ্মীরের কথা, যে কাশ্মীর দশকের পর দশক ধরে চলা নির্মম অত্যাচারের সামনে মাথা উঁচু করে দাঁড়ায়। দখলদার রাষ্ট্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে তাঁর কলম। মূল কবিতাটি পড়া যাবে এখানে ।
প্রেমের উচ্চারণে, শিকলে বন্দী হওয়া
বশ্যতা? সে তো অসম্ভব
তোমার ক্ষয়ে এখন ঝরে না সন্তাপ
কবিতা জন্মায় – বাধ্যতায়।
তোমার মাটি জুড়ে রাষ্ট্র পুঁতে দেয়
সস্তা মৃত্যুর জ্যান্ত বীজ
পরোয়া করে না দেশ দগ্ধ আত্মার
আমিও কবি হই, বাধ্যতায়।
বিচার খুঁজে ফিরে নীরবে নিভৃতে
শুকিয়ে যায় কার চোখের জল
শান্তি কোলাহল স্তব্ধ হয়ে এলে
কবিতা জন্মায় – বাধ্যতায়।
তোমার ভালোবাসা চুক্তি আনে স্রেফ
আমার ভালোবাসার দাসত্বের
শহরে ভাসতে থাকা বারুদগন্ধে
তখন লোপ পায় যুক্তিবোধ
যখন বুলেটে মিলন বিদ্ধ হয়
শহীদশোকে মাতে ফ্যুনেরাল –
কবিতা জন্মায় অবাধ্যতার সুরে
আমিও জন্মাই বাধ্যতায়।
কবিতা মরে যায়, কবিতা বেঁচে ওঠে
ছিন্ন দূরভাষের জাতিস্মর
কবিতা সাক্ষ্য দেয় অবাধ্যতার
(তাই) আমিও কবি হই বাধ্যতায়।
আমরা কবি হই বাধ্যতায়
প্রেমের উচ্চারণে, শিকলে বন্দী হওয়া
বশ্যতা? সে তো অসম্ভব
তোমার ক্ষয়ে এখন ঝরে না সন্তাপ
কবিতা জন্মায় – বাধ্যতায়।
তোমার মাটি জুড়ে রাষ্ট্র পুঁতে দেয়
সস্তা মৃত্যুর জ্যান্ত বীজ
পরোয়া করে না দেশ দগ্ধ আত্মার
আমিও কবি হই, বাধ্যতায়।
বিচার খুঁজে ফিরে নীরবে নিভৃতে
শুকিয়ে যায় কার চোখের জল
শান্তি কোলাহল স্তব্ধ হয়ে এলে
কবিতা জন্মায় – বাধ্যতায়।
তোমার ভালোবাসা চুক্তি আনে স্রেফ
আমার ভালোবাসার দাসত্বের
শহরে ভাসতে থাকা বারুদগন্ধে
তখন লোপ পায় যুক্তিবোধ
যখন বুলেটে মিলন বিদ্ধ হয়
শহীদশোকে মাতে ফ্যুনেরাল –
কবিতা জন্মায় অবাধ্যতার সুরে
আমিও জন্মাই বাধ্যতায়।
কবিতা মরে যায়, কবিতা বেঁচে ওঠে
ছিন্ন দূরভাষের জাতিস্মর
কবিতা সাক্ষ্য দেয় অবাধ্যতার
(তাই) আমিও কবি হই বাধ্যতায়।
ছবি- ন্যিলা আলি খান