প্রসঙ্গ শীতলকুচি Leave a Comment / ২০ মে, ২০২১, কবিতা, প্রথম বর্ষ, সংখ্যা ০৩ / By মৌমিতা আলম মৌমিতা আলম হামার এক ভাষাএক গানএক জমিনত গারি ধানতোমরা হামাক কবেনমুই হামিদুল তুই বর্মন!হামরা খাই ছ্যাকা শিদলআলুর নাবড়াতোমরা আসি হামাক শিখানওমরা রাজবংশী তোমরা মুসলমান!থাকেন তোমরা কলিকাতাতথাকেন তোমরা দিল্লীতআইসেন ভোটের চোদনতহামরা বান্ধি জীবনভাটিয়ালির সুরতহামার তোরশাহামার কালজানিহামার মাটিহামার জীবনও ব্যাটা ব্যাটিশুনি থনতোমরা চক্রান্তত হামরাদিবার নাহই ঠ্যাংনা দিলেন তোমরা হামাকহসপিটাল আর উন্নয়নআর ভোটের বেলাতোমরা হামার বন্ধু সাজেন!গোটা উত্তরবঙ্গততোমরা খাবার আইসেন সাগাইমন্ত্রী হইবার বেলাউত্তরবঙ্গের নাম নাই।হামরা নাহই বোকাচোদাহামরা জানি তোমার ছলহামরা থাকিমও বন্ধু হয়াআনন্দ যেমন হামার বাউসামিউল হামার ভাই। শেয়ার করুন