রাত শেষে Leave a Comment / ২০ মে, ২০২১, কবিতা, প্রথম বর্ষ, সংখ্যা ০৩ / By অঙ্গনা অঙ্গনা সেই মেয়ে একদিন চুপি চুপি রাতেতোমার গোপন বাসনার ঘরে করে চুরিতুমি ভাবো এই বার তবে সঙ্গম, রতিক্রীড়া শেষেহবে সে তোমার রমণী।রমণী সে রমণীয় নয়,পেলব কোমল নয় মোটে, তবুও মনের কোণে তারঘেঁটুফুল আশ্লেষে ফোটে; তোমার শোবার ঘরে শোভেবেল বা রজনীগন্ধাএ মেয়ের রজনী জুড়ে থাকেতোমাকে পাওয়ার আকুলতা। তোমার জীবন পরিপাটিমেয়েটা বড্ড অগোছালো এ মেয়ে একাই বেঁচে নেবেরাত শেষে খোঁজ নিয়ে দেখো! শেয়ার করুন