আমাদের ইস্কুল একটু একটু করে খুলছে। কিন্তু গত প্রায় দু’বছর ধরে আমরা ঘরবন্দী। বন্ধুদের সঙ্গে দেখা করা, খেলতে যাওয়া, দুষ্টুমি করা কিছুই প্রায় হয়ে উঠছিল না। তাই বন্ধুর কথা মনে রেখেই চূর্নী এই বইটি বানিয়েছিল। যখন দেখা হবে তখন সবাই একসাথে মিলে রান্না করবে, খাবে। দেখা হবার আগে অবধি বন্ধু নিজে একটু হাত পাকিয়ে নিক সেটাই ভেবেছে হয়ত। সেই বই আগামী কয়েক সংখ্যায় আমরা আমাদের ছোট পাঠিকাদের জন্য ছাপব। এবার রইল প্রথম কিস্তি।