এ শুধু এই ফসলের লড়াই নয়, এ বহু প্রজন্মের লড়াই… 1 Comment / ০৮ মার্চ, ২০২১, কথোপকথন, প্রথম বর্ষ, সংখ্যা ০১ / By ঝিলম রায় পাঞ্জাবের কৃষক নেত্রী বিকেইউ (ক্রান্তিকারী)-র সুখবিন্দর কাউরের সঙ্গে বামার পক্ষ থেকে কথা বলেছেন ঝিলম রায়। কথোপকথনে উঠে এসেছে পাঞ্জাবে নারী আন্দোলনের ইতিহাস ও সমসময়। সুখবিন্দর বলেছেন পাঞ্জাবের চলমান কৃষক আন্দোলনের জানা-অজানা গল্প। শেয়ার করুন