বামা-বোধিনী 2 Comments / ০৮ মার্চ, ২০২১, কবিতা, প্রথম বর্ষ, সংখ্যা ০১ / By অদিতি বসুরায় গাছদের পাড়ায় আমার একটা বাড়ি এখনও আছে তুমি এসব বোঝো না – তুমি আঁচল সাজিয়ে শাড়ি দেখে অভ্যস্ত -আমি জেনে গেছি, স্বাধীনতা মানে অশর্ত-আনাগোনা। শেয়ার করুন
রতির বেড়াতে গেলে তত ভালো লাগে না রমণ 1 Comment / কবিতা, প্রথম বর্ষ, সংখ্যা ০১ / By বহতা অংশুমালী মুখোপাধ্যায় রতির ওয়াক ওঠে, ডিনারের পর জাকুযির কম্পনে সুইমিং পুলের ভিতর অন্য খেলা চলে কাতরাতে কাতরাতে আর্ত ফেরে ঘরে সব আর্তি বয়ে যায় তেতো কান্না ধাক্কা খেয়ে ফেরে শীতাতপ ঢাকা জানলায় শেয়ার করুন